নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়ির সামনে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ১১টার দিকে বসুরহাট পৌরসভার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, একদল দুর্বৃত্ত সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়ির প্রধান ফটকে তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং শর্টগান দিয়ে গুলি চালিয়ে পালিয়ে যায়।
এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এ হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় কাদের মির্জা বসুরহাট পৌরভবনেই অবস্থান করছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, খবর পেয়ে কাদের মির্জা সাহেবের বাড়ির সামনের বসুরহাট-দুধমুখা সড়ক থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এডিশনাল এসপি শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে ১৬ ও ২৩ এপ্রিল দুইবার ককটেল হামলার ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।