নেত্রকোনা জেলায় সদর উপজেলার জামাটি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে প্রতিবন্দ্বী ইউনুস মিয়া ওরফে (ইন্নস) বাড়ি জমি থাকা সত্বেও ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,মৃত আব্দুল হাকিমের ৩ছেলে ও ৬মেয়ের মধ্যে ইউনুস আলী সবার ছোট। প্রতিবন্দ্বী থাকায় সে সংসারের বুঝা হয়ে দাঁড়িয়েছে। ইউনুস আলীর অন্য ভাই ও বোনেরা বাড়ির জমি থাকা সত্বেও সে প্রতিবন্দ্বী থাকায় তার ব্যায়ভার কেউ বহন করতে চায় না। ইউনুস আলীর বাড়িতে অগাদ সম্পত্তি থাকা সত্বেও অন্য ভাইয়েরা জুর পূর্বক ইউনুস আলীর ভাগের সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছে।
ইউনুস আলী বাড়িতে থাকলে তাকে পাগল বলে শিকল দিয়ে বেঁধে অমানুষিক নির্যাতন করে। এমন কি অনেকবার ইউনুস আলীর মাথায় আঘাতও করেছে।
ইউনুস আলী জানান,আমার ভাগের সম্পত্তি তাদেরকে লিখে না দিলে আমাকে মেরে ফেলবে না হয় গুম করে ফেলবে। তাই এখন আমি ভয়ে ভবঘুরে জীবন যাপন করছি ও ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছি।