বিরোধপূর্ণ এলাকা পরিদর্শনে ভারতের আসামে নাগারল্যান্ড সীমান্তে কংগ্রেস এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি) রূপজ্যতি কর্মী, সাংবাদিক ও এমএলএর নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা।
গতকাল এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভারতের সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।
প্রতিবেদনটিতে বলা হয়, আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বাস শর্মা এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। এ ঘটনা তদন্তে তিনি বিশেষ টিম গঠনের নির্দেশ দিয়েছেন।
এদিকে, কংগ্রেস বিরোধীরা এ ঘটনায় আসাম সরকারকেই দায়ী করছে। তারা ধারণা করছেন, নাগাল্যান্ডের পুলিশকে দিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটানো হয়েছে। জোড়হাট জেলার মারিয়ানি থানার দেসোই ভ্যালি রিজার্ভ ফরেস্টের বনগাঁ ও সোনাপুর গ্রামের মধ্যে এবং নাগাল্যান্ডের মোকোকচুং জেলার চাংকি গ্রামের কিছু বিরোধপূর্ণ বিষয় রয়েছে।
দেশটির সরকারের মতে, নাগাল্যান্ড থেকে লোকজন জোড়হাট সীমান্তে ঢুকছে এমন খবরে এমএলএ রূপজ্যতি, সাংবাদিক ও তার দল দেসোই ভ্যালি রিজার্ভ ফরেস্ট পরিদর্শনে গেলে গোলাগুলির ঘটনা ঘটে।