মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে কাবু বিশ্ববাসী। যত দিন যাচ্ছে তত ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ১২ হাজার ১শ ৫৭ জন।
আগের ২৪ ঘণ্টায় যা ছিল ১২ হাজার ৩৪৯। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ৫ লাখ ৩৭ হাজার ৬৬৮ জন, আগের ২৪ ঘণ্টায় যা ছিল ৫ লাখ ৬১ হাজার ১৩৮ জন।
করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৬ কোটি ৯৬ লাখ ২৩ হাজার ৪৩৯।
যাদের মধ্যে মারা গেছে ৩৫ লাখ ২৫ হাজার ২৩ জন। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৫ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৭৪৫ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ৬৭১ জন।