রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় টিপু সুলতান রনি (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। আজ বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তিনি জানান, ভোরের দিকে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের এক মোটরসাইকেলে তিনজন চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন। পড়ে তাদের উদ্ধার করে সকাল ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক টিপু কে মৃত ঘোষণা করেন। শাহিন ও নাঈমকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত টিপু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ আব্দুর রহিমের ছেলে।
নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।