মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুটি লাইট রেল ট্রানজিট (এলআরটি) ট্রেনের ভয়াবহ সংঘর্ষে দুই শতাধিক যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর।
সোমবার (২৪ মে) স্থানীয় সময় রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির পরিবহন মন্ত্রী দাতুক সেরি উই ক্যা সিওংয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইল বলছে, রাজধানী কুয়ালালামপুরের কেএলসিসি রেলওয়ে স্টেশনের কাছে এলআরটি কেলানা জয়া লাইনের দুটি ট্রেনের সংঘর্ষে ২১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার সময় ট্রেনটিতে ২৩২ জন যাত্রী ছিলো জানিয়ে তিনি বলেন, আহতদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর। বাকিরা সামান্য আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দুর্ঘটনায় ট্রেন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। কিছু ছবিতে দেখা যায়, ট্রেনের যাত্রীরা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন।
ট্রেন দুর্ঘটনার বিষয়ে দেশটির ফেডারেল টেরিটরিজ মন্ত্রী তান শ্রী আনুয়ার মুসা বলছেন, নিয়ন্ত্রণ স্টেশনে কোনও গাফিলতি হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। জননিরাপত্তার বিষয়টিকে বরাবরই অগ্রাধিকার দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
এ ঘটনার পর প্রধানমন্ত্রী তান সেরী মহিউদ্দিন ইয়াসিন তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে আহতদের দ্রুত সুচিকিৎসা এবং ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমটি গঠন করার নির্দেশ দিয়েছেন।