দুপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা ছিলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার। এর আগেই এলো বড় দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও এক কোচ। লঙ্কান সাংবাদিক দানুষ্কা অরবিন্দ বিষয়টি জানিয়েছেন।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোও বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে সিরিজের প্রথম ওয়ানডে পড়ে গেছে শঙ্কায়।
লঙ্কান আরেক সাংবাদিক রেক্স ক্লেমেন্টাইন জানাচ্ছেন, আক্রান্ত দুই খেলোয়াড় হলেন ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। সঙ্গে কোচ চামিন্দা ভাসের শরীরেও পাওয়া গেছে করোনার অস্তিত্ব।
রোববার সকালে প্রথম পিসিআর টেস্টের ফলাফলে এ খবর আসে। এখন অপেক্ষা দ্বিতীয় করোনা পরীক্ষার ফলাফলের।
প্রসঙ্গত, আজ দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।