ভারতের তামিলনাডু রাজ্যের এক গ্রামে চলছে করোনা দেবীর পূজা। সেখানে মন্দির তৈরির পর দেবীর মূর্তি স্থাপন করে শুরু হয়েছে পূজা। করোনা মহামারি থেকে মুক্তি পেতে গ্রামবাসী এমন পথ বেছে নিয়েছেন।
মন্দিরটি নির্মিত হয়েছে তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাতুর থেকে অদূরে কামাতচিপুরম গ্রামে। পূজা শুরু হয়ে একটানা ৪৮ ঘন্টা চলবে। এমনটিই জানিয়েছেন ওই মন্দির কর্তৃপক্ষ।
মন্দিরের করোনা দেবীর মূর্তিটি গ্রানাইট পাথরের তৈরি। দেড় ফুটের এই প্রতিমার পরনে রয়েছে লাল রঙের শাড়ি এবং তার একহাতে ধরা ত্রিশূল।
তবে করোনাবিধি মেনেই চলছে এই করোনা দেবীর পূজা। পূজার দায়িত্বে থাকা সেবাইতরা জানিয়েছেন, করোনা বিধির কড়াকড়ি থাকায় কেবল পুরোহিতরা ও মন্দিরের দায়িত্বপ্রাপ্তরা ছাড়া আপাতত আর কারও প্রবেশাধিকার নেই।