প্রশিক্ষণ চলাকালীন একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভারতে অভিনব চৌধুরী নামে একজন পাইলট নিহত হয়েছেন। তিনি ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন। শুক্রবার (২১ মে) রাত ১টার দিকে দেশটির পাঞ্জাব রাজ্যের মোগা জেলায় এই দুর্ঘটনা ঘটে।
নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে মিগ-২১ যুদ্ধবিমানটি। দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী গুরুতর আহত হয়ে পরে মারা যান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ভারতীয় বিমান বাহিনী।
বাহিনীর পক্ষ থেকে এক টুইটবার্তায় স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে। ওই টুইটবার্তায় বলা হয়, ‘গত রাতে পশ্চিম সেক্টরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। আইএএফ-এর বাইসন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী নিহত হয়েছেন। বিমান বাহিনী এই মর্মান্তিক ক্ষতির জন্য শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।
তবে এবারই প্রথম নয়। গত মার্চ মাসে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তা। এর আগে গত জানুয়ারিতেও রাজস্থানে দুর্ঘটনা ঘটে।