পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মনির শিকদার (৩৬) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী এ হাকিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার সড়কে নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত মনির কাটাখালী গ্রামের মোসলেম শিকদারের শিকদারের ছেলে এবং ওই বিদ্যালয়ের সামনের সড়কে মুদি মনোহারি দোকান দিতেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দোকান ঘুমাতে এসেছিল মনির। ওইসময় কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে শনিবার সকাল ৮ টার দিকে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, কলাপাড়া থানা থেকে লাশ ময়নাতদন্ত করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।