ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব চলছেই। করোনা সংক্রমণ কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দেশটিতে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
এর আগেও বেশ কয়েকবার মৃত্যুর রেকর্ড ভেঙেছে দেশটি। এবার আবারও পুরোনো রেকর্ড ভেঙে মৃত্যুতে নতুন রেকর্ড গড়লো দেশটি। প্রতিদিনের মৃত্যু ৪ হাজার ছাড়িয়ে গেছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার ২০০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ২২৫ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪৯৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪৫৬ জন।
ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কর্ণাটক, কেরালা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও হরিয়ানা