করোনা আক্রান্তের পর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে সরকারের কাছে।
বিএনপি চেয়ারপার্সনের বিদেশ যাত্রার অনুমতি কবে নাগাদ দেয়া হবে সে বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকবলেন, আমাদের যে কাজ সেটি করে দিয়েছি। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেগম জিয়ার ফাইল পাঠানো হবে। তবে আজই তা পৌঁছাবে না। সাপ্তাহিক বন্ধের কারণে রোববার সকালে ফাইল পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিএনপি চেয়ারপার্সনের বিষয়ে আইন মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে কিছু জানাবেন কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমরা কোন কিছু জানাবো না। আমাদের কাজ যেটা সেটা করে দিয়েছি। বাকিটা দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আগামিকালই কি তাহলে খালেদা জিয়ার বিদেশ যাত্রার আদেশ জানা যাবে কি না এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, সেটা দেখা যাক কি হয়। সেটা পরে জানা যাবে।