করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা আগের মতোই থাকায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইছে তার পরিবার ও দল।দণ্ডপ্রাপ্ত হওয়ায় সরকারের অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে লিখিত আবেদন করা হয়েছে। গতকাল বুধবার রাতে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় লিখিত আবেদনটি নিয়ে যান।জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে গুরুত্ব দিয়ে ওই লিখিত আবেদনটি পাওয়ার পরপরই রাতেই তা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার ভাই রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যান। একটি চিঠি বা আবেদন দিয়েছেন তিনি। তবে এতে কী লেখা আছে সেটা তিনি জানেন না।তবে শামীম এস্কান্দার বোনকে (খালেদা জিয়াকে) উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন দিয়েছেন বলে জানা গেছে।