সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিন ধরেই তাঁকে হাসপাতালে আনা নেয়া হচ্ছিলো। ধারনা করি, পরিস্থিতি খারাপ হয়েছে বলেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কতোটা আশংকাজনক তা পত্রিকার খবর পড়ে বোঝা যাচ্ছে না। তবে তাঁর চিকিৎসার দিকে সর্বোচ্চ মনোযোগ দেয়া দরকার। তার পরিবারের সদস্যরা তাকে বিদেশে চিকিৎসা করাতে চায় বলে একটা আলোচনা শুনলাম। আমার মনে হয়, তাঁর পরিবার চাইলে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা দরকার। তাঁর পরিবার আবেদন না করলেও সরকার নিজে থেকেই এটি করতে পারেন। সিদ্ধান্তটা শারীরিক অবস্থার আরো অবনতি ঘটার আগেই নেয়া ভালো।
শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ, কানাডা।