বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ট্রাক চাপায় অজ্ঞাত (৪৫) এক ভ্যানচালক নিহত হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে ভবানীপুর ইউনিয়নের ঘোড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হয়।
শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।শেরপুর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, এখনো পর্যন্ত নাম পরিচয় পাওয়া যায়নি।