মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর গুলিতে ঝরল আরও চার বিক্ষোভকারীর প্রাণ। বৃহস্পতিবার (২৫ মার্চ) দেশটির মধ্যাঞ্চলীয় শহর তাউঙ্গি শহরে গুলি করে তাদের হত্যা করা হয়েছে।
এ নিয়ে সামরিক সরকারের হাতে ২৮৬ গণতন্ত্রপন্থী নিহত হওয়ার ঘটনা ঘটল।
জানা গেছে, মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, মধ্যাঞ্চলীয় মনোয়াসহ আরো কয়েকটি শহরের রাস্তায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন ‘আমরা কি ঐক্যবদ্ধ’, ‘হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ’, ‘বিপ্লব জিতবেই’।
পরে পুলিশ বিক্ষোভকারীদের দিকে গুলি ছোঁড়ে। পরে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।