মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম অংশ প্রকাশ করেছে সরকার। ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন মুক্তিযোদ্ধার তালিকাও প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়।
১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন মুক্তিযোদ্ধার তালিকাও প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সংবাদ সম্মেলনে প্রথমধাপে ১৯১ শহিদ বুদ্ধিজীবির তালিকা প্রকাশ করলো মন্ত্রণালয়।
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় দাবি, এবারের তালিকা নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে এবারের তালিকা করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। ফলে কোনো কারণে এই তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি, তারা ভবিষ্যতে প্রমাণ সাপেক্ষে অন্তর্ভুক্ত হতে পারবেন।