মোবাইল অ্যাপ্লিকেশনে দুজনেই রেকর্ড করবে যৌন সম্পর্কে তাদের সম্মতি আছে কিনা! এমনই এক প্রস্তাব দিয়ে দেশবাসীর কাছে হাস্যরসের খোরাক হলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মিক ফুলার।
বৃহস্পতিবার (১৮ মার্চ) তিনি এই ধারণা দিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে মানুষের মধ্যে ‘পজিটিভ কন্সেন্ট’ প্রতিষ্ঠা করা সম্ভব।
কিন্তু তার এই প্রস্তাবকে অনেকেই বলেছেন ক্ষীণ-দৃষ্টিসম্পন্ন, আবার অনেকেই একে নজরদারি বাড়ানোর আরও একটি পদ্ধতি বলে মনে করছেন।
অন্যদিকে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, প্রায় ১৫ হাজার যৌন হয়রানির ঘটনায় মাত্র ১০ শতাংশের অভিযোগ পুলিশের কাছে এসে পৌঁছেছে। ফলে এই ধরণের অ্যাপে নারীদেরকে তাদের সম্মতি ছাড়া যৌন সম্পর্কে বাধ্য করলে তারা সহজেই পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে অস্ট্রেলিয়ার সবচেয়ে আলোচিত বিষয় ছিল নারীদের যৌন হয়রানি। গত সোমবার বিভিন্ন রাজ্যের প্রায় দশ হাজার নারী রাস্তায় নেমে আসে।