বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে গভীর সমুদ্রে মৎস আহরণ, সাংস্কৃতিক বিনিয়মসহ ৪টি সামঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র উপস্থিতিতে সমঝোতা স্মারকগুলো সই হয়।
এর আগে দুই নেতার একান্ত বৈঠক শেষে দ্বিপক্ষীয় বৈঠক করে দুই দেশের প্রতিনিধি দল।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দু-দিনের সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।
জয়েন্ট কমিশন ফর কম্প্রিহেনসিভ কো-অপারেশন গঠনে এমওইউতে সই করেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী। আর দুই দেশের পররাষ্ট্র সচিব সই করেন বাইলেটারাল ফরেন অফিস কনসালটেশন সংক্রান্ত স্মারকে।
গভীর সমুদ্রে মৎস্য আহরণ সংক্রান্ত স্মারকে সই করেন বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী।
সাংস্কৃতি বিনিময় সংক্রান্ত এমওইউতে সই করেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী।