নওগাঁর আমের বাগানগুলো ভরে উঠেছে মুকুলে মুকুলে। গাছে গাছে এখন দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মৌমাছিরা আসতে শুরু করেছে মধু আহরণের জন্য। সোনালী স্বপ্নে বিভোর এখন বরেন্দ্র অঞ্চলের আমচাষী আর বাগান মালিকরা। আবহাওয়া অনুকুলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে এমন আশায় তারা ।
নওগাঁর বরেন্দ্র অঞ্চলের সারি সারি আম বাগান ছড়াচ্ছে মুকুলের মৌ মৌ গন্ধ। আম বাগানগুলোতে এখন দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। বাতাসে বইছে যেন মুকুলের মৌ মৌ গন্ধ।
পানি স্বল্পতার কারণে বরেন্দ্র অঞ্চলে ধান চাষ না হওয়ায় আম বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। মুকুল আসার পর থেকেই আম গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আমচাষী ও বাগান মালিকরা। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন তারা ।
কৃষিবিভাগ বলছে, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া আম চাষের জন্য উপযোগী। এ কারণে আমের গুনগত মান ও স্বাদ হয় বেশি। তবে আম উৎপাদন বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে আম চাষীদের পরামর্শও দেওয়া হচ্ছে ।
গেল বছর এ জেলায় আমের উৎপাদন হয়েছিল ২৫ হাজার ৭৭৫ হেক্টর জমিতে আর এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৫০ হেক্টর জমি।