কলাপাড়া উপজেলার কুয়াকাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারী সহ গুরুতর আহত হয়েছে ৫ জন। আজ ২ মার্চ মঙ্গলবার সকালে কুয়াকাটার মেলাপাড়ায় এই ঘটনা ঘটে। জানাযায় কোমল মতি শিশুরা রাস্তায় খেলা করতে গিয়ে খড়কুটায় আগুন ধরিয়ে দেয় একপর্যায় রাস্তার পাশে থাকা বাড়ির বেড়ায় আগুন লাগে।
এঘটনায় কথার কাটাকাটি হলে স্থানীয় জলিল হাওলাদারের নেতৃত্বে ইব্রাহীম,রাসেল,ছগীর,হাবিবুল্লাহও ইসমাইল অতর্কিত হামলা চালায়। হামলা চালিয়ে মোঃ কবির শিকদার(২৪) মোঃ রুবেল শিকদার(২৪),মোঃ সোহেল শিকদার(১৬) মোঃ ইমাম হোসেন খান (২৫) মোসাঃ কুলসুম বেগম (৭০) কে দেশিয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। রির্পোট লেখাপর্যন্ত আহতরা কলাপাড়ায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয়ে জলিল হাওলাদারের মুঠোফেনে একাধিকবার যোগাযোক করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে ।
তাই তার অভিমত পাওয়া হয়নি। এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখন পরিবেশ শান্তিপূর্ন আছে। লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনী ব্যাবস্থা গ্রহণ করব।