শিক্ষার্থীদের বিরুদ্ধে আল্টিমেটাম দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সকাল ১০টার মধ্যে তাদের হল ছাড়তে বলা হয়েছে। তালা ভেঙে প্রবেশ করে আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের এ আদেশ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার এই কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে হল না ছাড়লে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।
গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষের জেরে গত শনিবার থেকে বিশ্ববিদ্যালয়টির আটটি ছাত্র হলে বেশ কিছু শিক্ষার্থী অবস্থান করে আসছেন। গত শুক্রবারের ওই সংঘর্ষের পর থেকে হল খুলে দেওয়ার দাবি করে আসছেন শিক্ষার্থীরা। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ১৬টি হলেরই তালা ভেঙেছিলেন শিক্ষার্থীরা। তবে মেয়েদের আটটি হলে কেউ অবস্থান করছেন না বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারি থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সরকারি নির্দেশে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়ও গত ১৯ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে।