কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে অ্যাপের মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন মো. আবদুল করিম (৩৯)। চট্টগ্রাম নগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির টাকাসহ তাকে গ্রেফতরা করে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) পুলিশ মো. আবদুল করিম (৩৯) নামে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা জানায়।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে নিউমার্কেট মোড়ের কাছ থেকে আবদুল করিমকে (৩৯) আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ ২৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
তিনি বলেন, আবদুল করিম ইলেকট্রনিক্সের ব্যবসা করে বলে জানা গেছে। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করেন। এরপর ইয়াবা ক্রেতাদের সঙ্গে আবদুল করিম হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমু, টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহার করে ইয়াবা বিক্রি করতেন।
ওসি বলেন, আবদুল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।