হেফাজত ইসলামের এক নেতাকে ছুরিকাঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে পুরান ঢাকার লালবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
জসিম উদ্দিন (৫৫) নামে ওই ব্যক্তি সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সহসভাপতি। একই সঙ্গে তিনি লালবাগ পোস্তা জামিয়া কোরানিয়া আরাবিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক।বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেন লালবাগ থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ আসলাম।
ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, রিকশায় করে পুরান ঢাকা থেকে ধানমণ্ডি যাওয়ার পথে মাদরাসার কাছেই তাকে ছুরি মারা হয়। তার পিঠে একটি ছুরিকাঘাতের চিহ্ন আছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান। ঘটনার তদন্ত চলছে জানিয়ে আহত মাওলানা জসিম উদ্দিন জানিয়েছেন, তিনি কাউকে চিনতে পারেননি। পেছন থেকে তাকে ছুরি মেরেছে।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






