দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৯৮১জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬১৯জন। মোট শনাক্ত ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৪৮৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭৫ হাজার ৫৬১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ২০০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯২৪ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৮৪৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৫ লাখ ৩০ হাজার ২৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় ৮ জনের মৃত্যু এবং ৬৫৬ জন নতুন করে শনাক্ত হয়েছলি।