লন্ডনে প্রথম গাঁজার ফ্যাক্টরি আবিষ্কার করেছে পুলিশ। লন্ডনের ব্যাংক অফ ইংল্যান্ডের পাশেই রাস্তায় হাঁটতে হাঁটতে কোন একটি তীব্র গন্ধ পেয়ে সে গন্ধ অনুসরণ করে পুলিশ। আর সেই গন্ধের সূত্র ধরে পাশেই একটি বাণিজ্যিক ভবনের বেসমেন্টে আবিষ্কার করে ৮২৬টি গাঁজার গাছ।
গত ১৪ই জানুয়ারি, মধ্য লন্ডনের থ্রংমরটন ষ্ট্রীটে এ ঘটনা ঘটে। ওই বেসমেন্টে গাঁজা চাষের জন্য নিজস্ব আলো এবং ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল।পুলিশ দুইজনে আটক করে ফ্যাক্টরিটি সিলগালা করে দেয়। লন্ডন পুলিশ জানায় লন্ডনের প্রাণকেন্দ্রে গাঁজার ফ্যাক্টরি আবিস্কারের ঘটনা এটিই প্রথম।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






