আজ সুস্মিতা সেনের বর্তমান প্রেমিক রহমানের জন্মদিন। বিশেষ এই দিনে ইনস্টাগ্রামে রহমানের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করলেন সুস্মিতা। আগে থেকেই তাদের প্রেম ও সংসার বাঁধতে যাওয়ার গুঞ্জন রয়েছে।
জানা গেছে, করোনা পরিস্থিতিতে রহমানের জন্মদিনে আলাদা কোনও আয়োজন করছেন না সুস্মিতা। বাড়িতেই দুই মেয়ে রেনে এবং আলিশাকে নিয়ে রোহমানের জন্মদিন সেলিব্রেট করছেন তিনি।
কিছুদিন আগেই সুস্মিতার ভাই রহমানকে দুলাভাই বলে সম্বোধন করেন এক ভিডিওতে, যা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। এর মধ্যে সুস্মিতার বড় মেয়ে রেনে সেনও রহমানকে নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুত্তাবাজি’ দিয়ে অভিনয়ে অভিষেক করতে যাওয়া রেনে বলেন, তার মায়ের মতো তিনিও রহমানকে নিয়ে গর্বিত। স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিষেকের ব্যাপারে তাকে যথেষ্ট প্রেরণা জুগিয়েছেন রহমান।
রেনে বলেন, ‘মা, ছোটবোন আলিশা, রহমান আঙ্কেল চারজনই যার যার কাজ করি এবং রবিবার ছুটির দিনে যখন একত্র হই, খুব মজা হয়। রহমান আঙ্কেলের সংস্কৃতি ও তার পরিবার সম্পর্কে জানছি আমরা।