ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থনে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় হামলা চালানো হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৩টার দিকে রাজধানীর গোপীবাগের দ্বিতীয় লেনের বাসভবনে এ হামলা চালায় দুর্বৃত্তরা।
এসময় হামলাকারীরা বাসভবনের গ্লাস ভাঙচুর ও বাসভনের সামনের পোস্টার ফেস্টুন ছিড়ে ফেলেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন।
বিএনপির ভাইস-চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন এখনও এই হামলার বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।