ভাস্কর্য ইস্যুতে দেশজুড়ে চলছে বিতর্ক।
বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারাসহ সমাজের বিশিষ্ট জনেরাও তাদের মতামত তুলে ধরছেন। তবে এ বিষয়টি নিয়ে কথা বলতে চান না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, এটি তার কাছে কােনো ইস্যু না। তাই এ বিষয়ে তিনি কোনো কিছু বলতে চান না।
আজ সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘ভাস্কর্য নিয়ে আমি কথা বলতে চাই না। এটা আমার কাছে কোনো ইস্যু না। আমাদের কাছে এখন ইস্যু হচ্ছে গণতন্ত্র, আমার অধিকার। আমার সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করা। আমরা এখন ভোট দিতে পারি না। কথা বলতে পারি না। লিখতে পারি না।