সারা দেশে দখলে থাকা বনবিভাগের জমি উদ্ধারে সব মামলা হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
এর আগে, সিলেটের জৈন্তাপুরে মোহাজেরদের দখলে থাকা প্রায় ১৩ হাজার একর জমি বন বিভাগের উল্লেখ করে হাইকোর্ট এ রায় দেয়।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে দ্বৈত বেঞ্চ ৫ দিন শুনানি শেষে রুল খারিজ করে এ রায় দেয়। দীর্ঘদিন দখলে থাকার পর ১৯৮৫ সালে সরকার গেজেট করলে তা চ্যালেঞ্জ করে ২০১২ ও ১৪ সালে রিট করে মোহাজেররা।
আদালত জানায়, মোহাজেররা দাবি করলেও রিজার্ভ ফরেস্ট ব্যক্তি মালিকানাধীন হতে পারে না। ঐ জমি বন বিভাগের অধীনেই থাকবে। রায়ের পর সুপ্রিম কোর্টে বন বিভাগের মামলাগুলো নিয়ে আলাদা একটি বেঞ্চে শুনানির উদ্যোগ নেয়া হবে বলে জানান, অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। বন বিভাগ থেকে মামলার তালিকা পেলে প্রধান বিচারপতিকে বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি।