নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে নৌকাডুবিতে মো. সোহান হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার চলন বিলের চকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোহান সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চকপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে ও চৌগ্রাম স্কুল ও কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর-ই-আলম সিদ্দিকী জানান, বুধবার বিকেলে সোহান তার চাচাতো ও মামাতো ছোট দুই বোনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে চলনবিলে নৌকায় ঘুরতে যায়। এক পর্যায়ে বিলে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় এক জেলে তাদের উদ্ধার করে।
খবর পেয়ে সোহানের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নৌকাডুবির ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হলেও দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি নুর-ই-আলম।