ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বুধবার সকালে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ধর্ষণবিরোধী আন্দোলনকে ইতিবাচক উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্ষক-নির্যাতনকারীদের উপযুক্ত সাজা দিতে সরকার আন্তরিক। তাদের উদ্দেশ্য যাতে ভিন্ন খাতে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় ধর্ষণের শাস্তি বাড়ানোর দাবি উঠেছে। ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ চলছে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন জেলায়।