মার্কিন প্রেসিডেন্টের করোনা আক্রান্তের খবরে দুঃখ প্রকাশ করে তাকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের মাধ্যমে পাঠানো চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরগ্য কামনা করেন।
চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী কাজ করছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত বৃহস্পতিবার রাতে টুইট করে জানান যে, তার এবং স্ত্রী মেলানিয়া ট্রাম্পের পরীক্ষার ফল পজিটিভ হয়েছে।
পরদিন শুক্রবার মার্কিন প্রেসিডেন্টকে ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়।ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক ডা. শন কলনি হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।