মানবাধিকার কমিশনের নামে প্রতারণার অভিযোগে বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী অলিউল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।
অলিউল ইসলামের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক নাসরিন সুলতানা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলার আরজিতে বলা হয়, অলিউল ইসলাম বাংলাদেশ মানবাধিকার কমিশনের সমন্বয়কারী হিসেবে প্রাথমিক শিক্ষার উপ-পরিচালকের কাছে পত্র দিয়ে তার অধীনস্থ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার যথাক্রমে মো. আজহারুল ইসলাম, মো. সোহাগ হোসেন, মো. সোহাগ আলম এবং টি.এম. শাহ আলমকে তার কার্যালয়ে আসার জন্য জানান।
নাসরিন সুলতানা খোঁজ নিয়ে জানতে পারেন উক্ত ব্যক্তি এইরূপ নোটিশ করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে বিভিন্নভাবে প্রতারণা করে আসছেন।
বিষয়টি তিনি দুদককে জানালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে খালিশপুর থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেছেন, এ ব্যাপারে প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
শুক্রবার (২ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।