কাজী সালাউদ্দিন গেল ১২ বছর যেভাবে কাজ করেছেন, নির্বাচিত হলে ফুটবলের উন্নয়নে সুশৃঙ্খলভাবে ঠিক তার বিপরীত রাস্তায় কাজ এগিয়ে নেবেন বলে জানান বাফুফে নির্বাচনে সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম মানিক।
জেলার ফুটবলকে চাঙ্গা করতে বর্তমান ফুটবল কাঠামোর সমন্বয় প্রয়োজন বলে মনে করেন তিনি। পেশাদার লিগকে ঢেলে সাজাতে আছে তার আলাদা পরিকল্পনা। তার দেয়া ইশতেহারের প্রতিটি পয়েন্ট বাস্তবসম্মত বলেও দাবি তার।
কাজী সালাউদ্দিন তার প্যানেল নিয়ে ঢাঁক ঢোল পিটিয়ে দিয়েছেন নির্বাচনী ইশতেহার। অপরদিকে, সভাপতি পদে আরেক প্রার্থী মানিকের ইশতেহার প্রদানের সাদামাটা আয়োজন। নির্বাচনের মাঠে শফিকুল ইসলাম মানিক, যেনো একলা চলো নীতিতে। তবে নির্বাচিত হলে কাজ করতে চান সমন্বিতভাবে। বলছেন, ফুটবল প্রশাসক হিসেবে তিনি থাকবেন উদার।
জেলা ও ক্লাব ফুটবলের উন্নয়নে প্রয়োজন সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়। আর পেশাদার লিগের উন্নয়নে মানিকের ভাবনায় ক্লাব কাঠামোর উন্নয়ন।
মানিকের নির্বাচনী ইশতেহার ভিশন ২০৩৩। নেই উচ্চাবিলাস। নেই স্টেডিয়াম নির্মাণের রাতারাতি প্রতিশ্রুতি। লিগ আয়োজনে সমন্বয় প্রয়োজন। তাহলেই এগিয়ে যাবে দেশের ফুটবল বলেও মত তার।
৩ আক্টোবর বাফুফের নির্বাচনে নিরব বিপ্লবের প্রত্যাশার কথাও জানান শফিকুল ইসলাম মানিক।