বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর স্কয়ার হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়।
তার সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবন এলাকায় তার বাসভবনে অসুস্থ হয়ে পড়লে ৭৫ বছর বয়সের আবুল হাসানাত আবদুল্লাহকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আবুল হাসানত আবদুল্লাহ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদ মর্যদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি বরিশাল-১ আসনের ১২ বার নির্বাচিত সংসদ সদস্য।
এর আগের সরকারের সময়ে হাসানাত আবদুল্লাহ জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






