বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় আজ। রায়কে ঘিরে অপ্রিতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে কড়ো নিরাপত্তা ব্যবস্থা। সকাল ১০টার দিকে এই আলোচিত মামলার রায় হওয়ার কথা রয়েছে।
এরইমধ্যে আদালতে উপস্থিত হয়েছেন জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী এবং মামলার আসামি আয়শা সিদ্দিকা মিন্নি।
এর আগে গত বছরের ২৬ জুন রিফাত শরিফ হত্যাকান্ডের একবছরে বিচারিক আদালতে যুক্তি তর্ক ও ৭৬ স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দিতে যাচ্ছে আদালত।
মামলায় একজন পলাতক ও নিহত রিফাত শরীফের স্ত্রী মিন্নি জামিনে থাকলেও বাকী আট আসামী কারাগারে রয়েছেন।
২০১৯ সালের ২৬ জুন। বরগুনা সরকারি কলেজের সামনে ফিল্মি কায়দায় দিনে দুপুরে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের মূল অভিযুক্ত নয়ন বন্ড বন্দুকযুদ্ধে মারা যায়। তবে হত্যাকান্ডে অংশ নেয়া বাকী ১২ জনকে আসামী করে মামলা করে তার বাবা হালিম দুলাল শরীফ।
প্রায় এক বছরের বিচারিক প্রক্রিয়ায় রিফাত শরীফের স্ত্রী মিন্নিসহ প্রাপ্ত বয়স্ক ১০ আসামীর বিরুদ্ধে ৭৬ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় দেবেন জেলা ও দায়রা জজ আছাদুজ্জামানের আদালত।