নারায়ণগঞ্জে মসজিদে এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণে হতাহতের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে আজ।
বিকাল সাড়ে তিনটায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তদন্ত প্রতিবেদন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে জমা দেবে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে তদন্ত প্রতিবেদন বিষয়ে, স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন নিউজটোয়েন্টিফোরকে এই তথ্য জানিয়েছেন।