ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. অলি খান (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমাবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকার খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অলি খান স্থানীয় মো. নাসির উদ্দিন রুবেল খানের ছেলে। সে বরিশাল পলিটেকনিক কলেজ এর ২য় বর্ষের ছাত্র।
অলি খানের চাচা মো. আল-আমিন খান জানান, সোমবার বিকালে বাড়ির পাশে পানির পাম্প দিয়ে নালা সেচ করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পানির পাম্প এ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের লোকজন অলিকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনণা করে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।