দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে চার হাজার ৭৩৩ জনের মৃত্যু হলো।
এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ৪৭৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে মোট তিন লাখ ৩৭ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুই হাজার ৩৭২ জন। দেশে মোট সুস্থ হয়েছে দুই লাখ ৪০ হাজার ৬৪৩ জন।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। সংগৃহীত নমুনার সংখ্যা ছিল ১২ হাজার ৮৫০টি। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৯৯টি।