বাংলাদেশসহ বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীরা আবার কুয়েতে ফিরতে পারবেন বলে আশা জেগেছে। উপসাগরীয় দেশ গুলোর রাষ্ট্রদূতরা কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এব্যাপারে আলোচনা করেছে বলে জানা গেছে।
বুধবার কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রবাসী গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায়, নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এই তথ্য দেন।
প্রবাসী গণমাধ্যম কর্মীদের বিদেশীদের কাছে বাংলাদেশের ঐতিহ্য, দর্শনীয় স্থান সহ গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে দেশের প্রতি বিদেশীদের নেতিবাচক ধারণা পাল্টে দিতে সহযোগিতা করার আহ্বান জানান রাষ্ট্রদূত।