রাজধানীর দারুস সালাম এলাকা থেকে মানুষের খন্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দারুস সালাম টাওয়ারের সামনে ময়লার স্তূপ থেকে খণ্ডিত পা উদ্ধার করা হয়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা কোনো মানুষের অপারেশন করে কেটে ফেলা পা। আমরা আশেপাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে খোঁজ নিচ্ছি।
এটা নারীর পা না পুরুষের পা তা জানার চেষ্টা চলছে। খণ্ডিত পা ডিএনএ টেস্টের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।