করোনা শুরুর আগেই লস এঞ্জেলসে পাড়ি দেন প্রিয়াঙ্কা চোপড়া। ফলে তখন থেকেই যুক্তরাষ্ট্রেই রয়েছেন প্রিয়াঙ্কা। স্বামী নিক জোনাসের সঙ্গে আপাতত সেখানেই রয়েছেন বলিউন কুইন।
নিক জোনাসের সঙ্গে বিয়ের পর পরিচালক সোনালি বোসের সিনেমা দ্য স্কাই ইস পিঙ্ক-এ দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। ওই সিনেমায় ফারহান আখতার এবং জায়রা ওয়াসিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।
দ্যা স্কাই ইস পিঙ্ক মুক্তি পাওয়ার পরপরই লস এঞ্জেলসে ফিরে যান এই নায়িকা। শোনা যাচ্ছে, হোয়াইট টাইগার-এ দেখা যাবে তাঁকে। তবে ওই সিনেমার শ্যুটিং পিয়াঙ্কা কবে থেকে শুরু করছেন, সে বিষয়ে স্পষ্টভাবে জানা যায়নি কিছু।