চার পাঁচটি পণ্য দিয়ে কাঙ্ক্ষিত রপ্তানি সম্ভব নয় বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, পুরো পৃথিবীকে মার্কেট ধরে বেশি চাহিদা সম্পন্ন পণ্য তৈরি করতে হবে বেসরকারি খাতকে।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার পঞ্চম বর্ষে পর্দাপণ উপলক্ষে আয়োজিত অনলাইন অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এমন কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে পারলে উন্নয়ন বেগবান হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, করোনার ধাক্কা কাটিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ব্যবসা বাণিজ্যের গতি বাড়াতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে বলেও মত দেন তিনি।
অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি বলেন, বিশ্বের বড় বড় কোম্পানিগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে হবে।