যমুনা গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে অভিনন্দন জানিয়েছেন যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।
সম্প্রতি ব্যবসায়ী গ্রুপটির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের আকস্মিক মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্ট যমুনা গ্রুপের ৪২টি অঙ্গপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতভাবে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান মনোনীত করা হয়।
এর আগে তিনি যমুনা গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
তিনি বর্তমান জাতীয় সংসদের একজন সংসদ সদস্য ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশক।
দেশের উৎপাদন খাতে ও বৈদেশিক মুদ্রা অর্জনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে ২০০১ সালে সিআইপির মর্যাদা প্রদান করে।
সালমা ইসলাম এমপির নতুন নেতৃত্বে যমুনা গ্রুপ প্রয়াত চেয়ারম্যানের অসমাপ্ত স্বপ্ন দ্রুত বাস্তবায়নে সক্ষম হবেন বলে যমুনা গ্রুপের পরিচালনা পর্ষদ মনে করে।