৪৮ ঘণ্টার ব্যবধানে আসছে দুই ভয়াবহ ঘূর্ণিঝড়। মার্কো ও লরা নামের দুটি ঘূর্ণিঝড় একসঙ্গে তাণ্ডব চালাতে পারে লুইসিয়ানায়। মার্কো হল ক্যাটাগরি ওয়ান হারিকেন আর লরা হল ট্রপিক্যাল স্টর্মের নাম। দুটিই একসঙ্গে এগিয়ে আসছে লুইসিয়ানার দিকে। সোমবারই আছড়ে পড়ার কথা মার্কো-র।
সূত্র জানায়, ৪৮ ঘণ্টার ব্যবধানে আছড়ে পড়বে এ ঝড় দুটি।
রোববার বিকেলে গালফ অফ মেক্সিকোয় তৈরি হয়েছে মার্কো। দুটি ঝড়েরই থাকবে হারিকেনের গতি। মারাত্মক গতিতে মার্কো ছুটে আসবে বলে মনে করা হচ্ছে। ন্যাশনাল হারিকেন সেন্টারের পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার হারিকেন গতিতে এগিয়ে আসবে লরা।
রোববার এটিকে ক্যারিবিয়ান সাগরের উপর অবস্থান করতে দেখা গেছে।
যদিও লরা খুব বেশি ভয়ঙ্কর রূপ নেবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে মার্কোর গতি অনেকটাই বেশি। এমনকি প্রাণঘাতী হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।