বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে পাকিস্তানকেও ছাড়িয়ে গেলো বাংলাদেশ।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে আরও ২ হাজার ২৬৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দেশে এখন মোট আক্রান্ত ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে আক্রান্ত হয়েছে ৫৮৬ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ৯২ হাজার ১৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে যেখানে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে, পাকিস্তানে সেখানে মারা গেছেন ১২ জন।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে ৩ হাজার ৯০৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তে বাংলাদেশ এগিয়ে থাকলেও বাংলাদেশের তুলনায় পাকিস্তানে প্রায় দ্বিগুণ লোকের এ ভাইরাসে মৃত্যু হয়েছে। পাকিস্তানে বর্তমানে মোট মৃত্যুর সংখ্যা ৬ হাজার ২৩১ জন।
বাংলাদেশে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন সুস্থ হয়েছেন, যেখানে পাকিস্তানে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৩১৭ জন।