বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্বিতে শ্রদ্ধা জানান নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম, পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী একরামুল হক ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারী বে-সরকারী সংগঠনের প্রতিনিধিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংসদ একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃত্বিতে পুষ্প অর্পন ও জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম, পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, জেলা পরিষদের নির্বাহী প্রধান ড. মাহে আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী একরামুল হকসহ আরো অনেকে।