অসুস্থ ছোট ভাইকে দেখতে হাসপাতালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অসুস্থ ছোট ভাই রবার্ট ট্রাম্পকে দেখতে হাসপাতালে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ট্রাম্প নিউ ইয়র্কের হাসপাতালের অসুস্থ ছোট ভাইকে দেখতে যান। হাসপাতালে মাস্ক পরে প্রবেশ করেন। সেখানে ৪৫ মিনিটের মতো অবস্থান করেন তিনি।
এদিকে, ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, তার ভাই নিউ ইয়র্ক হাসপাতালে খারাপ সময় পার করছেন।
মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্পের ছোট ভাই ৭২ বছর বয়সী রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ। তবে কী ধরনের রোগে তিনি ভুগছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।