মাদারীপুরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন অন্তত ৮ জন।
মঙ্গলবার রাতে মাদারীপুর পৌরসভার পাকদী এলাকায় ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে পাকদী এলাকার তুষার সরদারের সাথে পাশের থানতলী এলাকার মিঠুন খলিফার সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়।
পরে দু’জনের মধ্যে হাতাহাতি-ধস্তাধস্তি শুরু হয়। এরপর দু’পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দুইজনকে আটক করা হয়।